ফ্রি ব্লগিং প্লাটফর্ম গুলোর মধ্যে ব্লগার একটি পপুলার প্লাটফর্ম। অনেক বছর ধরে ব্লগারের ফ্রি প্লাটফর্ম ব্যাবহার করে অনেকেই ব্লগিং করে আসছেন। তবে ব্লগার এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। পরবর্তি কোনো লেখায় ব্লগার এবং ওয়ার্ডপ্রেস এর মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করবো এবং আপনি যদি আপনার ব্লগিংকে শখের কাজ থেকে প্রফেশনাল রুপ দিতে চান, তাহলে ওয়ার্ডপ্রেসে ট্রান্সফার করাই যুক্তিযুক্ত কাজ। আজ দেখা যাক কিভাবে আপনি আপনার ব্লগার ব্লগ কে ওয়ার্ডপ্রেস ব্লগে ট্রান্সফার করতে পারবেন।
১. ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন
আপনার ব্লগটিকে যেখানে ট্রান্সফার করে আনতে চান, সেই হোস্টিং প্রোভাইডার এর হোস্টিং অ্যাকাউন্ট নিয়ে সেখানে আগে ওয়ার্ডপ্রেস ইন্সটল করে নিন। বর্তমানে বেশিভাগ হোস্টিং প্রোভাইডারই ১ ক্লিক ওয়ার্ডপ্রেস ইন্সটল অফার করে, তাই ওয়ার্ডপ্রেস ইন্সটল করার প্রসেস নিয়ে তেমন কিছু একটা বলার প্রয়োজন নেই। সি-প্যানেল লগইন করে নিচের অংশের দিকে ওয়ার্ডপ্রেস ইন্সটল করার অপশন পাবেন।
২. ব্লগার এক্সপোর্ট (ব্যাকআপ)
ব্লগার ব্লগ এর সকল কনটেন্ট ওয়ার্ডপ্রেসে ট্রান্সফার করে আনার জন্য প্রথমে এর ব্যাকআপ ডাইনলোড করতে হবে। এর জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন:
- ব্লগার এর লগইন করুন
- যেই ব্লগটি ট্রান্সফার করবেন, তার নামের পাশের Settings মেনুতে ক্লিক করুন
- বাম পাশের মেনু গুলো থেকে সবার নিচে থাকা Other মেনুতে ক্লিক করুন
- ব্লগ টুলস এর নিচে থাকা Export Blog লিংক এ ক্লিক করুন
- প্রদর্শিত পপআপ উইন্ডো থেকে Download Blog বাটনে ক্লিক করে .xml ফাইলটি ডাউনলোড করে নিন
- এ পর্যায়ে ব্লগ ডিলিট করার কোনো প্রয়োজন নেই। ব্লগটিকে অন্য কাজে লাগানোর জন্য আমাদের রেখে দিতে হবে, এই অংশে পরে আসছি
৩. ওয়ার্ডপ্রেসে ব্লগ ইমপোর্ট
- নতুন ইন্সটল করা ওয়ার্ডপ্রেসে লগইন করে tools থেকে Import মেনুতে যান
- ওপরের অংশে দেখানো Blogger লিংক এ ক্লিক করুন
- এ পর্যায়ে ব্লগার ইমপোর্ট করার জন্য কিছুক্ষনের জন্য আপনকে একটি প্লাগইন ইন্সটল করার বার্তা প্রদর্শন করবে, Install Now বাটনে ক্লিক করে তা ইন্সটল করে নিন এবং তারপর Activate Plugin and Run Importer লিংকে ক্লিক করুন
- এবার প্রদর্শিত পেজ থেকে Choose File বাটনে ক্লিক করে আপনার ডাউনলোড করা .xml ফাইলটির লোকেশন সিলেক্ট করে দিন এবং Upload File and Import বাটনে ক্লিক করুন।
- এবার ইমপোর্ট করা পোস্ট গুলোর লেখক সিলেক্ট করার অপশন পাবেন। এখান থেকে নিউ ইউজার এর ঘর ফাঁকা রেখে আগে থেকে আছে এমন ইউজার সিলেক্ট করতে পারবেন। এরপর Submit বাটনে ক্লিক করুন।
- কাজ শেষ, এখন Posts মেনুতে আপনার ইমপোর্ট করা পোস্ট গুলো দেখতে পারবেন।
৪. ব্লগার থেকে ভিজিটর নিয়ে আসা
ব্লগ ট্রান্সফার তো হলো, এবার আগের ব্লগে গিয়ে একটি নতুন পোস্ট তৈরি করে আপনার ব্লগ ট্রান্সফার এর বিষয়ে আপার ভিজিটরদের জানিয়ে দিন যেন তারা এই নতুন ব্লগটি দেখতে পায়।
ব্লগ ট্রান্সফার করার পর এখন আপনার ব্লগটিকে প্রফেশনাল ভাবে সাজানো এবং অপ্টিমাইজ করার সময়। ব্লগিং এর দিকে মনোযোগ দেওয়ায় আপনাকে আবারও অভিনন্দন!