ল্যাপটপে দেখানো, সাহায্যল্যাপটপে দেখানো, সাহায্য

আমার অভিজ্ঞতা থেকে আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থিকে পরীক্ষার ফলাফল দেখার জন্য দোকান বা কোনো বড় ভাই এর কাছ থেকে রেজাল্ট শুনতে দেখেছি। কিন্তু সেই দোকান অথবা বড় ভাই তো রেজাল্ট নিজে তৈরি করে দেয় না, তারও কোথাও না কোথাও থেকে রেজাল্ট দেখতেই হয়। আর সেই রেজাল্ট দেখার জন্য ইন্টারনেট কানেকশন সহ একটি স্মার্টফোন অথবা কম্পিউটার হলেই যথেষ্ট। আমার  আজকের এই লেখায় সেইসব পাবলিক পরীক্ষার রেজাল্ট দেখার লিংক গুলো শেয়ার করবো যেন যে কেউ সহজেই তার রেজাল্ট গুলো দেখে নিতে পারে। এই লিস্টে শুরুতে অবশ্যই সব শিক্ষাগত পরীক্ষার রেজাল্টের লিংক থাকবে না (কেননা সবকিছু হয়তো এই লিস্ট করার সময় আমার মাথায় নেই)। কিন্তু আপনার যেই পরীক্ষার রেজাল্ট প্রয়োজন, বা যেটি এখানে যোগ করলে ভালো হতে পারে বলে আপনি মনে করেন, সেই বিষয়টি অনুগ্রহ করে কমেন্টর মাধ্যমে আমাকে জানাবেন, আমি যত দ্রুত সম্ভব তা আমার এই লিস্টে যোগ করে নেব। তাহলে পাবলিক পরিক্ষার রেজাল্টের এই তালিকাটি শুরু করা যাক!

জাতীয় বিশ্ববিদ্যালয় এর অনার্স ১ম বর্ষ রেজাল্ট (National University 1st year result):

প্রথম বর্ষের রেজাল্ট দেখার জন্য এই পেজ এ ভিজিট করে Honors থেকে 1st year সিলেক্ট করুন। এবার প্রদর্শিত পেজে এক্সাম রোল, রেজিস্ট্রেশন নাম্বার, পরীক্ষার বছর এবং নিচের বক্সে ক্যাপচা এন্ট্রি করে Show Result বাটনে ক্লিক করলেই পরীক্ষার রেজাল্ট প্রদর্শিত হবে সকল সাবজেক্ট এর।

By রাইসুল মুশফেক

টেক লাইফ নিয়ে সাজানো এই ব্লগে আপনাকে স্বাগতম। উপস্থাপিত বিষয়সমুহে আপনাদের কিছুটা সাহায্য করতে পারলেও আমি আনন্দিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *