What is SSLWhat is SSL

ইন্টারনেট ব্রাউজিং করতে করতে এমন কোনো ওয়েবসাইট পেয়েছেন যার ডিজাইন আপনার অনেক ভালো লাগছে? ওয়েবসাইটটি যদি ওয়ার্ডপ্রেসে তৈরি হয়ে থাকে তাহলে সহজেই সেই ওয়েবসাইটে কোন থিম ব্যাবহার করা হচ্ছে তা জেনে নিতে পারবেন। থিম কোনটি ব্যাবহার করছে তা জানার পর আপনি চাইল নিজে সেই থিম কিনে ব্যাবহার করতে পারেন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কোন থিম ইউজ করছে তা জন্য কিছু অটোমেটিক অনলাইন টুলস রয়েছে। কিন্তু সেগুলো দিয়ে সবসময় ওয়েবসাইট এর থিম এর তথ্য পাওয়া যায় না। তাই প্রথমে আমি দেখাবো কিভাবে মেনুয়ালি বের করা যায় যে – ওয়েবসাইটটি কোন থিম ব্যাবহার করছে। এরপর অটোমেটিক টুলগুলোও দেখিয়ে দেব।

কিভাবে মেনুয়ালি ওয়ার্ডপ্রেস সাইটের থিম জানা যায়?

মেনুয়ালি যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর থিম এর নাম জেনে নেওয়ার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন:

  • প্রথমে গুগল ক্রোম অথবা ফায়ারফক্স দিয়ে ওয়েবসাইট টি ভিজিট করুন।
  • এবার ওয়েবসাইটের যে কোনো ফাঁকা যায়গায় মাউস নিয়ে রাইট ক্লিক করুন।
  • নতুন প্রদর্শিত অপশন গুলো থেকে Inspect অপশনটি সিলেক্ট করুন।
  • বিভিন্ন কোড সহ একটি ছোট উইন্ডো স্ক্রিনের নিচের দিকে ওপেন হবে। ঘাবড়াবেন না, এই কোডগুলো সব বোঝার কোনো প্রয়োজন নেই। আপনি কি-বোর্ড এর Ctrl+F বাটনে চাপ দিয়ে ফাইন্ড বার ওপেন করুন। ছোট একটি সার্চ বক্স ওপেন হবে।
  • এই সার্চ বক্সে theme লিখে সার্চ দিন। বেশ কয়েকটি ফলাফল (Enter প্রেস করার মাধ্যমে) থেকে নিচের মতো কিছু কোড দেখতে পাবেন:
<link
rel="stylesheet" id="admania-style-css" href="https://blog.choukath.com/wp-content/themes/admania/style.css?ver=5.0.3"
type="text/css" media="all">

এটি ওই থিম এর সিএসএস (CSS) এর লিংক। এখানে ওয়েবসাইট ডোমেইন এর পর /wp-content/themes/ এর পরের অংশটি হলো থিম এর নাম। এ ক্ষেত্রে থিম এর নাম

৬. এই থিম এর নাম নিয়ে গুগলে সার্চ দিলেই আপনি এর বিস্তারিত পেয়ে যাবেন।

থিম খুঁজে বের করার অনলাইন টুলস

ওপরের প্রসেসটাকে অটোমেটিক করার জন্য অনেক ফ্রি অনলাইন টুলস রয়েছে। এর মধ্যে জনপ্রিয় দুটি হলো:

ডাব্লিউপি থিম ডিটেক্টর

ডাব্লিউপি স্নিফার (ক্রোম এক্সটেনশন)

এসব টুসল ব্যাবহার করে অনেক সময় সেই ওয়েবসাইটে কোন কোন প্লাগইন ব্যাবহার করা হচ্ছে সেই সম্পর্কেও জানা যায়।

থিমের নাম খুঁজে বের করার এই ধাপগুলো বেশিভাগ ক্ষেত্রেই কাজ করলেও অনেক সময় ওয়েবসাইট মালিক থিম এর নাম পরিবর্তন করে থাকতে পারে, অথবা নিজেদের তৈরি কাস্টম থিম ব্যাবহার করতে পারে। সে সকল ক্ষেত্রে এই পদ্ধতিতে থিম এর নাম খুঁজে বের করা সম্ভব না।

By রাইসুল মুশফেক

টেক লাইফ নিয়ে সাজানো এই ব্লগে আপনাকে স্বাগতম। উপস্থাপিত বিষয়সমুহে আপনাদের কিছুটা সাহায্য করতে পারলেও আমি আনন্দিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *