সারা বিশ্বের জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা সবারই জানা আছে। এই জনপ্রিয়তার কথা শুনেই হয়তো আপনি একসময় ওয়ার্ডপ্রেস.কম এ আপনার ব্লগ তৈরি করেছিলেন। কিন্তু ওয়ার্ডপ্রেসের পুরো সুবিধা নিতে চাইলে ওয়ার্ডপ্রেস.কম (wordpress.com) নয়, ওয়ার্ডপ্রেস.ওয়ারজি (wordpress.org) থেকে ডাউনলোড করা ওয়ার্ডপ্র্রেস দিয়ে নিজের ডোমেইন এবং হোস্টিং দিয়ে ব্লগ তৈরি করতে হবে। কারন ফ্রি ওয়ার্ডপ্রেস এ বেশ কিছু লিমিটেশন রয়েছে, যেমন:
- কাস্টমাইজেশন তেমন করা যায় না বললেই চলে।
- ফুটার ক্রেডিট রিমুভ করা যায় না, তাই ওয়েবসাইট কেমন প্রফেশনাল হয় না।
- গুগল অ্যাডসেন্স ব্যাবহার করে আয় করা যায় না।
- পছন্দমতো প্লাগইন ব্যাবহার করা যায় না।
- বাহিরে থেকে কেনা প্রিমিয়াম থিম ব্যাবহার করা যায় না।
এ সব সমস্যার কারনে প্রতিনিয়তই অনেক ইউজার ফ্রি ওয়ার্ডপ্রেস প্লাটফর্ম থেকে সেল্ফ হোস্টেড ওয়ার্ডপ্রেসে চলে আসছে। ফ্রি ওয়ার্ডপ্রেস আর সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেস এর মধ্যে পার্থক্য হলো ফ্রি ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে এক্সট্রা ফি না দিয়ে তেমন কিছুই করা যায় না, কিন্তু সেল্ফ হোস্টেড ওয়ার্ডপেস আপনার নিজস্ব হোস্টিং এ থাকায় আপনি এর যেভাবে ইচ্ছা পবির্তন করতে পারবেন।
ওয়ার্ডপ্রেস.com থেকে সেল্ফ হোস্টেড ওয়ার্ডপ্রেস এ ওয়েবসাইট ট্রান্সফার করার ধাপ:
প্রথম ধাপ: বর্তমান ব্লগটিকে এক্সপোর্ট করা
- আপনার একাউন্টে লগইন করুন।
- ওয়েবসাইট এর হোমপেজ এর ওপরে দেখানো My Site মেনুতে ক্লিক করুন।
- নতুন পেজের নিচের দিকে দেখানো Settings মেনুতে ক্লিক করুন।
- এবার প্রদর্শিত পেজের ওপরের অংশ থেকে Export বাটনে ক্লিক করুন, এর পর Export All এ ক্লিক করুন।
- এক্সপোর্ট হয়ে গেলে একটি বার্তা দেখতে পাবেন। এক্সপোর্ট ফাইল এর এক কপি আপনার ইমেইল এ পাঠিয়ে দেওয়া হবে। আপনি চাইলে দেখানো বার্তার Download বাটনে ক্লিক করেও সাথে সাথে ডাউনলোড করে নিতে পারেন। ইমেইল এর জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই।
দ্বিতীয় ধাপ: নতুন ডোমেইন ও হোস্টিং সেটআপ করা
যেই হোস্টিং প্রোভাইডার এর সাথে আপনি আপনার ওয়েবসাইট টি ট্রান্সফার করে আনতে চাচ্ছেন, সেখানে হোস্টিং এবং ডোমেইন সেটআপ করে নিন। আপনার ডোমেইন টি যদি অলরেডি আগের ওয়ার্ডপ্রেস এর সাথে সেটআপ করা থাকে, তাহলে তা ও পরিবর্তন করে নতুন হোস্টিং এর সাথে সেটআপ করে নিন। এরপর নতুন হোস্টিং এ ওয়ার্ডপ্রেস সেটআপ করুন।
তৃতীয় ধাপ: ব্লগ ইমপোর্ট করা
- নতুন ওয়ার্ডপ্রেস এর অ্যাডমিন এরিয়াতে লগইন করে Tools থেকে Import মেনুতে ক্লিক করুন।
- ইমপোর্ট করার জন্য আপনাকে নতুন একটি প্লাগইন ইন্সটল করতে বলা হবে, তা ইন্সটল করে নিন।
- প্লাগইন ইন্সটল হওয়ার পর Run Importer বাটনে ক্লিক করুন।
- এবার আপনার ডাউনলোড করা ফাইলটি সিলেক্ট করে Upload and Import বাটনে ক্লিক করুন।
- এবার প্রতর্শিত অপশন থেকে আপনার ওয়ার্ডপ্রেস এর ইউজারনেম সিলেক্ট করে (লেখক হিসেবে) Download and import file attachment চেকবক্সে টিক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন।
আপনার ওয়েবসাইট ট্রান্সফার এর কাজ শেষ। এবার আপনার সাইট ব্রাউজ করে দেখুন কোনো ছোটখাটো সমস্যা চোখে পড়ে কি-না। থাকলে তা সমাধানের চেষ্টা করুন। প্রয়োজনে আমাকে জানান কমেন্টে, আমি সমাধানের চেষ্টা করবো।
এবার আপনার আগের ওয়ার্ডপ্রেস নতুন ওয়ার্ডপ্রেসে রিডাইরেক্ট করতে চাইলে তাদের একটি পেইড রিডাইরেক্ট সার্ভিস রয়েছে সেটি নিতে পারেন। রিডাইরেকশন এর কারনে আপনার আগের লিংক গুলো ভিজিট করলেও ভিজিট আপনার নতুন ওয়েবসাইট দেকতে পারবে যা অনেক কাজের।
ওয়েবসাইট ট্রান্সফার করে প্রফেশনাল ব্লগিং এর জগৎে প্রবেশ করায় আপনাকে অভিনন্দন! আপনার ব্লগিং শুভ হোক!